মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে দোভালের বাড়িতে ঢোকার চেষ্টার করলে তাকে নিরাপত্তাকর্মীরা ধরে ফেলেন। পুলিশ সূত্রে খবর, ধরা পড়ার পর ওই ব্যক্তি দাবি করেন, তার শরীরে ‘চিপ’ লাগানো আছে। বাইরে থেকে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর পর লোকটির শরীরের এমআরআই করানো হয়। দিল্লি পুলিশের দাবি, তার শরীরে কোনও চিপের অস্তিত্ব মেলেনি। অনুপ্রবেশকারী ব্যক্তি গ্রেপ্তারের পর আপন মনে কথা বলছিলেন। জানা গেছে, তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। তাকে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা জিজ্ঞাসাবাদ করছে। কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন জানার চেষ্টা হচ্ছে। এই ঘটনার পেছনে কোনও চক্রান্ত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের মতে, বহু দিন ধরেই উগ্রপন্থীদের নিশানায় অজিত দোভাল। গত বছর জইশ ই মোহাম্মদ এর এক সদস্যের কাছ থেকে তার কার্যালয় ‘রেকি করা’র ভিডিও পাওয়া গিয়েছিল। সেই ঘটনার পর তার নিরাপত্তা বাড়ানো হয়। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।