মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেলুনের সাথে প্রেম
ইনকিলাব ডেস্ক : জুলিয়াস একজন বৃটিশ নাগরিক। তার ভালবাসা হলো বেলুনের সাথে। যৌন আবেশও এই বেলুনের সাথে। তাই তিনি বাড়িতে জমা করেছেন ৫০ হাজার বেলুন। টিএলসি’র ‘মাই স্ট্রেঞ্জ অ্যাডিকশন’ অনুষ্ঠানে তিনি এসব তথ্য প্রকাশ করেছেন। জুলিয়াসের বয়স ৬২ বছর। বেলুনকে তিনি সুন্দর, নরম, মসৃণ এবং তৈলাক্ত বলে বর্ণনা করেছেন। তাই এর সাথে গড়ে তুলেছেন ‘সেক্সুয়াল লাভ’। জুলিয়াস বলেছেন, আমি বেলুনকে আলিঙ্গন করি। এর ওপর চুম্বন করি। মনে হয় আমি স্বর্গে আছি। জুলিয়াস বিবাহিত। তার স্ত্রী আছে। দ্য সান।
মানসিক বৈকল্যে
ইনকিলাব ডেস্ক : ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর নেতারা যে মানসিক বৈকল্যে ভুগছেন সেজন্য তাদের ডাক্তার দেখানো উচিত। রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে বলে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নেতারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। এ প্রসাথে রুশ এ কূটনীতিক বলেন, আমি মনে করি তাদের ভালো ডাক্তার দেখানো উচিত, আমি তাদেরকে এ কাজটি করার পরামর্শ দেবো, আমি বলবো তাদের মানসিক বৈকল্য চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আরটি।
ভুতুড়ে ফ্লাইট
ইনকিলাব ডেস্ক : ২০২১ সালের অক্টোবরে এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় ‘বিমান শিল্প’ ২০৫০ সালের মধ্যে নেট ‘জিরো কার্বন’ নির্গমন অর্জনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সে আশার উত্তেজনায় পানি ঢেলে দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের সাম্প্রতিক এক বিশ্লেষণ। সংগঠনটি সম্প্রতি প্রকাশিত তাদের এক রিপোর্টে জানিয়েছে, ইউরোপের আকাশে আসন্ন শীতকালীন মৌসুমে লাখের বেশি ‘ভুতুড়ে ফ্লাইট’ পরিচালিত হবে। আর এসব ভুতুড়ে ফ্লাইটের কার্বন নির্গমনের পরিমাণ ১৪ লাখ গাড়ির কার্বন নির্গমনের সমান। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।