Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪০ পিএম

নিজেদের ভেন্যুতে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ আয়োজন করে ইতিহাস গড়ার অপেক্ষায় এখন বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিপিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচ দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নব-নির্মিত স্টেডিয়াম বসুন্ধরা কিংস এরেনার উদ্বোধন হবে বুধবার। নতুন এই ভেন্যুতে বিকাল ৩টায় স্বাগতিক বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি। একই দিন বিকাল সাড়ে ৫টায় সিলেট স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম কোন ক্লাব তাদের নিজস্ব ভেন্যু নির্মাণ করে ম্যাচ খেলে ইতিহাস গড়তে যাচ্ছে। বুধবার সরেজমিনে বসুন্ধরা কিংস এরেনায় গিয়ে দেখা গেছে চারিদিকে ধুলায় ধূসর। এখানে-সেখানে কাজ হচ্ছে। বলতে গেলে মহাযজ্ঞই চলছে। কংক্রিটের গ্যালারি। নয়নাভিরাম মাঠ। হোম অ্যান্ড অ্যাওয়ে দলগুলোর জন্য সুন্দর দু’টি ডাগআউট। স্টেডিয়ামে ভেতরে আর্সেনাল, বার্সেলোনার মতো দলগুলোর ড্রেসিং রুম। ম্যানেজারদের জন্যও তৈরী করা হয়েছে আলাদা কক্ষ।

নতুন বাজার প্রধান সড়ক থেকে প্রায় আট কিলোমিটার দূরে তৈরীরত বসুন্ধরা কিংস এরেনায় গেলে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের ক্লাব স্টেডিয়ামের স্বাদ। সুদৃশ্য ফুটবল স্টেডিয়াম। যদিও স্টেডিয়ামের শতভাগ পূর্ণতা পেতে আরও কিছুদিন সময় লাগবে।

কেবল ফুটবল স্টেডিয়ামই নয়, প্রায় তিন হাজার এক একর জমির উপর ১৫ হাজার কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা (স্পোর্টস কমপ্লেক্স)। যেখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, টেনিস, স্কোয়াশ, সুইমিং পুলসহ অনেক খেলার সুবিধা থাকছে। রয়েছে ওয়ার্টার পার্ক, কিডস জোনও। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা ফিফা এবং এএফসির গাইডলাইন অনুযায়ী এই ফুটবল স্টেডিয়াম তৈরী করেছি। কয়েকদিনের মধ্যেই মাঠে আড়াই হাজার লাক্স বাল্বের ফ্লাড লাইটও যুক্ত হবে এখানে। দক্ষিণ এশিয়াতো বটেই, এশিয়ার অনেক ক্লাবেরই এমন স্টেডিয়াম নেই। আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরী করছে বসুন্ধরা গ্রুপ। ২০২৪ সালের জুন মাসে স্পোর্টস কমপ্লেক্সের কাজ পুরোটা শেষ হবে এবং উন্মুক্ত করা হবে বসুন্ধরা কিংস এরেনা।’

তিনি যোগ করেন, ‘এই কমপ্লেক্সের মাধ্যমে বিশ্বের দরবারে দেশের পরিচিতি আরও বাড়বে বলে আমাদের বিশ্বাস।’ বসুন্ধরা কিংসের মেয়েরা সম্প্রতি বেশ কিছু সাফল্য বয়ে আনায় তাদের জন্য কমপ্লেক্সের আয়তন বাড়ানো হয়। ৫০ বিঘায় মেয়েদের দলের জন্য একটি স্টেডিয়াম থাকবে এবং বসুন্ধরা কিংসের প্লেয়ারদের থাকার জন্য এবং একটা একাডেমির করা হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক ও বসুন্ধরা কিংস ফুটবল মাঠের কারিগর মো. ইয়াহিয়া বলেন, ‘গত দুই বছর ধরে খুব যন্ত সহকারে এই মাঠ তৈরী করা হয়েছে। যে কোন আন্তর্জাতিক ম্যাচ এখন এই মাঠে হতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ