মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় বসেছে ‘বিশ্ব শক্তিগুলি’। এর মাঝে তাদের উপর থেকে ‘নিষেধাজ্ঞা তোলার’ দাবির সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্নবীকরণেরও দাবি জানাল ইরান।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলা ওই বৈঠকে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‘‘পরমাণু চুক্তিটি ফের সচল করতে দেশের উপর চাপানো নিষেধাজ্ঞাগুলি তুলে নিতে হবে। ইরানের মানুষের অধিকারকে সম্মান করতে হবে।’’
ইরানের পাশাপাশি এই বৈঠকে সরাসরি যোগ দিয়েছে ব্রিটেন, ফ্রান্স। জার্মানি এবং রাশিয়া। পরোক্ষ ভাবে রয়েছে আমেরিকাও। উল্লেখ্য, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে তেহরানের উপরে থাকা একাধিক নিষেধাজ্ঞা শিথীল করা হয়। পরিবর্তে পরমাণু শক্তি সংক্রান্ত বিষয়ের উপর আনা হয় বেশ কিছু নিষেধাজ্ঞা।
তবে ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চুক্তি থেকে বেরিয়ে আসে আমেরিকা। যার পরে পরমাণু বিষয়ে চুক্তি-ভিত্তিক অবস্থান থেকে সরে আসে ইরান। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।