Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে ৫৮ শতাংশ প্রতিষ্ঠান। এতে কমেছে মূল্যসূচক। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
বরাবরের মতো গতকাল মঙ্গলবারও ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে ডিএসইতে লেনদেন শুরু হতেই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের আধাঘণ্টা ও দুই ঘণ্টার মাথাতেও সূচকটি বাড়ে ৬ পয়েন্ট। তবে শেষ আড়াই ঘণ্টায় দরপতন হয় একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে মূল্যসূচক ঋণাত্মক হয়ে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৭ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৭ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২৪১ কোটি ৭৭ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১০ কোটি ৭০ লাখ টাকা। বাজারটিতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২১টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। বিপরীতে দাম বেড়েছে ৩০ শতাংশের।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ২৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৫৫ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৩৮ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, স্যালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার এবং ইউনিক হোটেল।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮২টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন
অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে ৫৮ শতাংশ প্রতিষ্ঠান। এতে কমেছে মূল্যসূচক। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
বরাবরের মতো গতকাল মঙ্গলবারও ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে ডিএসইতে লেনদেন শুরু হতেই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের আধাঘণ্টা ও দুই ঘণ্টার মাথাতেও সূচকটি বাড়ে ৬ পয়েন্ট। তবে শেষ আড়াই ঘণ্টায় দরপতন হয় একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে মূল্যসূচক ঋণাত্মক হয়ে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৭ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৭ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২৪১ কোটি ৭৭ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১০ কোটি ৭০ লাখ টাকা। বাজারটিতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২১টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। বিপরীতে দাম বেড়েছে ৩০ শতাংশের।
ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ২৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৫৫ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৩৮ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, স্যালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার এবং ইউনিক হোটেল।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮২টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেজিয়া’র সভাপতি হলেন বসুন্ধরা গ্রুপ ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান
বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেজিয়া) সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বসুন্ধরা গ্রæপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ১৭ জনের নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনাকারী ও নির্বাচন বোর্ড চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান। সঙ্গে নির্বাচন বোর্ড সদস্য ছিলেন মো. রিয়াদ আলী, টি. আই. এম. নুরুল কবির ও সংগঠনের সচিব মো. রফিকুল ইসলাম।
২০২২-২০২৪ সাল মেয়াদি নির্বাচিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, সহসভাপতি-১ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী এইচ চৌধুরী, সহসভাপতি-২ অনন্ত অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ জহির, সহসভাপতি-৩ সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান এবং ফিন্যান্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ফখরুদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসিফ আশরাফ। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

Show all comments
  • MdTuhin Mahmud ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫৪ পিএম says : 0
    শেয়ার কি ভাবে কিনব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ