নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রধান নির্বাচন কমিশনার ও অন্য ৪ নির্বাচন কমিশনার পদের জন্য সার্চ কমিটির প্রস্তাবিত ৩২২ জনের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন বিশিষ্ট আইনবিদ শাহদীন মালিক। গতকাল মঙ্গলবার শাহদীন মালিক মন্ত্রিপরিষদ বিভাগের কাছে ওই চিঠি লেখেন।
চিঠিতে শাহদীন মালিক লিখেছেন, নির্বাচন কমিশনে নিয়োগের জন্য বিবেচনাধীন নামের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমার নজরে এসেছে। আমি এই পদের জন্য আমার নাম প্রস্তাব করিনি এবং কেন এই তালিকায় আমার নাম রয়েছে তা নিশ্চিত নই। তিনি আরও লিখেছেন, আমি এতদ্বারা উল্লিখিত নামের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে আমার নাম প্রত্যাহার করার জন্য লিখছি এবং ইসির কোনো পদের জন্য বিবেচিত হতে চাই না। প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ নির্বাচন কমিশনার পদের জন্য সার্চ কমিটি প্রস্তাবত ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। গত সোমবার রাত সোয়া ৮টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্য কমিটি ১০ জনের নাম বাছাই করে আগামী ২৪ ফেব্রæয়ারির মধ্যে প্রেসিডেন্টের কাছে পাঠাবে। প্রেসিডেন্ট তাদের মধ্যে থেকে ৫ জনের নাম চ‚ড়ান্তভাবে বাছাই করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।