Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরের শুভ সূচনা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

শুরু হয়েছে মুজিববর্ষ ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি শুভ সূচনা করেছে। এ দলটি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে (লাল) ৩ উইকেটে হারায়। এর আগে লীগের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র, বিসিবির পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র প্রথমে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভার খেলে ১৭১ রানে সবাই আউট হয়ে যায়। তাদের উদ্বোধনী ব্যাটসম্যান পাপ্পু ৪৬, সৌরভ ৫১, সুজন ২৯ রান করে। চট্টগ্রাম বন্দরের আবির ৩১ রানে চারটি ও আশরাফুল ৩৪ রানে দুইটি উইকেট লাভ করে। জবাবে চট্টগ্রাম বন্দর সাত উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায়। ৪৩.৫ ওভার খেলে তারা ১৭৫ রান করে। সংগৃহীত এ রানের মধ্যে মইন উদ্দিন রুবেল ৯৮ বল খেলে সর্বোচ্চ ৭৩ রান করে। তার মধ্যে একটি ছক্কা ও আটটি চারের মার রয়েছে। এবারের লীগে ১২টি দল অংশ নিচ্ছে। দুই গ্রæপে ভাগ হয়ে শীর্ষ দুটি করে চারটি দল সুপার লীগে আর শেষের দুটি করে চারটি দল খেলবে রেলিগেশন লিগে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ