Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিক্রুটিং ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

টিপু সুলতান সভাপতি, আরিফুর মহাসচিব নির্বাচিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩২ পিএম

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের (আরএওপি) দ্বি বার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) সোমবার রাতে বিজয় নগরস্থ দলীয় কার্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের ২৮৮ ভোটারের মধ্যে ১৮৫ জন ভোটার ভোট দেন। রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কাজী আব্দুর রহিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে ১৬৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন এম টিপু সুলতান। ১৪৫ ভোটে পেয়ে সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মাকবুল আহমদ।

১০৮ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহম্মেদ উল্লাহ বাচ্চু ও ৮৫ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ হান্নান। নবনির্বাচিত সভাপতি এম টিপু সুলতান ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন, বহির্বিশ্বে জনশক্তি রফতানির খাতকে সম্প্রসারণে এবং বায়রা সকল সদস্যদের স্বার্থ সংরক্ষণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ