Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঙ্গোলিয়া পুনরায় খুলেছে সীমান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম


মঙ্গোলিয়া টিকার পুরো ডোজ নেয়া ভ্রমণকারীদের জন্য পুনরায় তার সীমান্ত খুলে দিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে। করোনা মহামারী নিয়ন্ত্রণে গত দু’বছর বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল মঙ্গোলিয়া। কারণ বিশ্বে যে ক’টি দেশ করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছিল মঙ্গোলিয়া তার একটি। পদশটির কেবিনেট ‘স্টেট অব রেডিনেস’ নামে একটি প্রস্তাব পাহ করে- যা বিধিনিষেধের পর্যায়কে কমলা থেকে হলুদ স্তরে নামিয়ে এনেছে। এর ফলে ব্যবসা পরিচালনার ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ উঠে যাবে। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভসন্নামসরাই ওয়ুন-এরডেনে বলেন, এ পদক্ষেপের ফলে ৩০ লাখ লোকের এ দেশের সীমান্ত আন্তজার্তিক পর্যায়ে পুরোপুরি খুলে যাবে। তবে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় শর্তাবলীর দিকেও সরকার নজর রাখবে বলে তিনি উল্লেখ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মঙ্গোলিয়ায় মহামারীকালে আট লাখ ৮৫ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে দু’হাজারেরও বেশি লোক। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ