মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথম ইসরাইলি প্রধানমন্ত্রী হিসেবে পারস্য উপসাগরীয় আরব দেশ বাহরাইন সফরে গেলেন নাফতালি বেনেট। শীর্ষ পর্যায়ের এ সফরে সোমবার বেনেট বাহরাইনের রাজধানী মানামায় নামেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানকে নিয়ে উদ্বেগ মোকাবিলার অংশ হিসেবে দুই বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটাই কোনো ইসরাইলি প্রধানমন্ত্রীর প্রথম বাহরাইন সফর। এ সফরে বেনেটের বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল-খলিফার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, জানিয়েছে তার কার্যালয়। এক বিবৃতিতে তারা বলেছে, দ্বিপক্ষিয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় বিশেষ করে ক‚টনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি এবং প্রযুক্তি ও উদ্ভাবনে জোর দেওয়া নিয়ে দুই নেতা আলোচনা করবেন। মার্কিন নৌবাহিনীর পারস্য উপসাগরীয় সদরদপ্তর বাহরাইনে এমন এক সময়ে বেনেট দুই দিনের সফরে গেলেন, যখন প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ইরান সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে উত্তেজনা বিরাজ করছে। ২০২০ সালে আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল। বাহরাইনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেনেট সাংবাদিকদের বলেছেন, তার এ সফর শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি দুই দেশের ওপর থাকা সাধারণ হুমকির বিরুদ্ধে যৌথ অবস্থানের বার্তাও দেবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।