Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া-ইউরোপের বাজারে আঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা এশিয়া ও ইউরোপ মহাদেশের বড় বাজারগুলোতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সোমাবার এশিয়ার প্রায় সব বড় বাজার বন্ধ হয়েছে সূচকের বড় ধরণের পতনের মাধ্যমে। যা মূলত পণ্যের দামকে প্রভাবিত করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংকট নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের পর, সপ্তাহান্তে নেয়া ক‚টনৈতিক পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে যথেষ্ট ছিল না। ফলে পণ্যের দাম সা¤প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। এই পরিস্থিতি অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। এই অঞ্চলের বøু-চিপ কোম্পানি গুলো ‘দ্য এশিয়া ডাও’ এর অন্তর্ভুক্ত। সোমবার এটি ৪৭.৫৮ পয়েন্ট কমে ৩ হাজার ৭৪৪ পয়েন্টে বন্ধ হয়েছে। টোকিওর নিককি ২২৫ স্টক এক্সচেঞ্জ ৬১৬.৫ পয়েন্ট কমে ২৭ হাজার ০৭৯ পয়েন্টে পৌঁছেছে। হংকং স্টক এক্সচেঞ্জের বøু-চিপ স্টক ট্রেডিংয়ে থাকা ‘হ্যাং সেং’-এর ইনডেক্স ৩৫০ পয়েন্ট কমে ২৪ হাজার ৫৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ ৩৪ পয়েন্ট কমে ৩ হাজার ৪২৮ পয়েন্টে নেমেছে। ভারতীয় সেনসেক্স বেঞ্চমার্ক ১ হাজার ৭৪৭ পয়েন্ট কমে ৫৬ হাজার ৪০৫ পয়েন্টে বন্ধ হয়েছে। এবং সিঙ্গাপুর ৭.৭৫ পয়েন্ট হারিয়ে ৩ হাজার ৪২১ পয়েন্টে পৌঁছেছে। সোমবার দুপুর পর্যন্ত ইউরোপের প্রধান বাজারগুলোর সূচকে নেতিবাচক পরিসংখ্যান দেখা গেছে। দ্যা স্টক্স ইউরোপ ৬০০, লন্ডনের এফটিএসই, ফ্রান্সের সিএসি, স্পেনের আইবিইএক্স-এ ব্যাপক দরপতন হয়েছে। ইয়েনি সাফাক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ