Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীতে ওষুধের দূষণ নতুন হুমকি : জরিপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

বিশ্বের নদীগুলোতে ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্যের দূষণ ‘পরিবেশত এবং বৈশ্বিক স্বাস্থ্যের জন্য হুমকি’ হয়ে উঠেছে বলে এক জরিপে বলা হয়েছে। ইউনিভার্সিটি অব ইয়র্ক-এর জরিপে বিভিন্ন নদীতে প্যারাসিটামল, নিকোটিন, ক্যাফেইন ও ডায়াবেটিকস-এর ওষুধের ব্যাপক উপস্থিতি পাওয়া গেছে। বৈশ্বিক পর্যায়ে গৃহিত সবচেয়ে বড় গবেষণার একটি ছিল এই জরিপ। এতে দেখা গেছে পাকিস্তান, বলিভিয়া এবং ইথিওপিয়ার নদীগুলো সবচেয়ে বেশি দূষিত। আইসল্যান্ড, নরওয়ে এবং অ্যামাজন রেইনফরেস্টের নদীগুলো সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। নদীতে পাওয়া সবচেয়ে সাধারণ ফার্মাসিউটিক্যাল উপাদানের প্রভাব নিয়ে এখনও খুব বেশি জানা যায়নি। তবে ইতোমধ্যেই জানা গেছে মানুষের গর্ভনিরোধক উপাদান নদীতে থাকলে মাছের বংশবৃদ্ধি ব্যহত হয়। আর বিজ্ঞানীদের আশঙ্কা নদীতে এন্টিবায়োটিকের উপস্থিতি ওষুধ হিসেবে সেগুলোর কার্যকারিতা সীমিত করে ফেলতে পারে। ওই গবেষণায় একশ’টিরও বেশি দেশের এক হাজারের বেশি স্থান থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে দেখা হয়। সামগ্রিকভাবে এক-চতুর্থাংশের বেশি বা ২৫৮টি নদীর নমুনায় ফার্মাসিউটিক্যাল উপাদান সক্রিয় থাকার কথা জানা গেছে। এসব সক্রিয় উপাদানের মাত্রা জলজ জীবের জন্য নিরাপদ নয়। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ