Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রয়োজনে শিরোপা হাতছাড়া করবো কিন্তু ভ্যাকসিন নেব না-জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৬ পিএম

প্রয়োজনে শিরোপা হাতছাড়া করতে রাজি তবুও করোনা ভ্যাকসিন নিতে রাজি নন জোকোভিচ। ইতিমধ্যে বিশ্বের অনেক দেশই করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করেছে। কিন্তু এই ‘বাধ্যতামূলক’ বিষয়টা কিছুতেই মানতে রাজি নন নোভাক জোকোভিচ।

কয়েস সপ্তাহ আগেই ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি বিশ্বসেরা এই টেনিস তারকা। নিজের সিদ্ধান্তে অটল এই সার্বিয়ান টেনিস তারকা। তাই সামনে টেনিসের আসরগুলোর শিরোপা হাতছাড়া করবেন তবু করোনার ভ্যাকসিন নেবেন না সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

এ বিষয়ে তিনি জানান, ফ্রেঞ্চ ও উইম্বলডন ওপেনে যদি করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক হয় তবে সেই টুর্নামেন্টগুলোতে অংশ নেবেন না তিনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, ‘ভবিষ্যতের টেনিস ট্রফিগুলো মিস করবো তবু ভ্যাকসিন নিতে বাধ্য হবো না। আমি ভ্যাকসিন বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হতে চাই না, তবে একজন ব্যক্তির নিজস্ব পছন্দের অধিকারকে সমর্থন করি আমি।’

তবে তিনি ভ্যাকসিন বিরোধী নন, শৈশবে ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা আছে বলেও জানান জোকোভিচ। এ বিষয়ে বলেন,‘আমি বুঝতে পারছি যে,বিশ্বব্যাপী সবাই এই ভাইরাসটি (করোনা) নিয়ন্ত্রণে করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করছি, খুব শীঘ্রই এই ভাইরাসের অবসান হবে। ’

উল্লেখ্য’২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জোকোভিচ গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন। সেখানে করোনা ভ্যাকসিন নিয়ে অনেক নাটকের পর না খেলেই ফিরে যেতে হয়েছিল তাকে। করোনাভাইরাসের টিকা না নেওয়ায় বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকাকে একরকম বের করেই দিয়েছিল অস্ট্রেলিয়া।

টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে জোকোভিচ এরপর দেখেছেন রাফায়েল নাদালের রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম জয়। অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের ঐতিহাসিক জয়ের পর জোকোভিচ নাকি টিকা নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু এর মধ্যেই নতুন করে সংবাদ এলো, তিনি এখন সেই ভাবনা থেকে ফিরে এসেছেন।

সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ