Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে কৃষিমন্ত্রীর সাথে সিকৃবি অফিসার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৪ পিএম

সিলেটে সফররত কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে কৃষিমন্ত্রীর সাথে সাক্ষাৎ ঘটে তাদের। এসময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সারা বাংলাদেশে উচ্চশিক্ষার মান আরও বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সহযোগিতার প্রশংসা করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আনিসুর রহমান, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রনজন রায়, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া, এডিশনাল রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান, অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ