Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিমের অন্যরকম অভিষেক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

 তারকাসমৃদ্ধ দল নিয়ে চলতি বিপিএলের প্লে অফে উঠতে পারেনি তার দল মিনিস্টার ঢাকা। তামিম ইকবাল আপাতত তাই বনে গেছেন দর্শক। তবে নিখাদ দর্শক না থেকে বিপিএলে একটি নতুন ভূমিকায় যুক্ত থাকলেন দেশসেরা ওপেনার। প্রথমবারের মতো ধারাভাষ্য করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। গতকাল এলিমিনেটরে খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিতে আসেন তামিম। চট্টগ্রামের বিপক্ষে ১৯০ রান তাড়ায় যখন খুলনা ব্যাট করছিল তখন ধারাভাষ্যে এডওয়ার্ডস রেইন্সফোর্ডের সঙ্গে যোগ দেন তামিম। ব্যাটিংয়ে অনেক রেকর্ডগড়া জুটির নায়ক পরে কমেন্ট্রিবক্সে জুটি গড়েন আতাহার আলী খানের সঙ্গেও।

ধারাভাষ্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তামিম আসেন প্রেসবক্সে। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপে জানান পাকিস্তান সিরিজেও ধারাভাষ্য দেওয়ার কথা ছিল তার, ‘পাকিস্তান সিরিজের আমাকে ধারাভাষ্য দিতে প্রস্তাব করা হয়েছিল। তখন সময় দিতে পারিনি। আজ (গতকাল) এমনিতে বিসিবিতে এসেছিলাম একটা সভা ছিল। তারা বললেন একটু ধারাভাষ্যে আসতে। ভাবলাম চেষ্টা করে দেখি। আতহার ভাইদের সঙ্গে করলাম। “ইন্টারেস্টিং”। আমি তো আসলে ধারাভাষ্য করি নাই সেভাবে বলতে গেলে, নিজেকে নিয়েই কথা বলছিলাম, খেলা নিয়ে টুকটাক বলেছি। “ইন্টারেস্টিং” ব্যাপার। প্রথমবার ধারাভাষ্য দিয়ে খুব ভাল লাগল। আপাতত ধারাভাষ্য নিয়ে কোন পরিকল্পনা নেই। তবে আগামীর জন্যে এটা খুব ভালো একটা অপশন হতে পারে।’
আতহার আলী ছাড়াও অতীতে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে টেলিভিশনে ধারাভাষ্য দিয়েছেন শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়রও। তবে পরের দুজনের ধারাভাষ্য-ক্যারিয়ার দীর্ঘ হয়নি খুব একটা। এ ছাড়া আইপিএলে একবার বাংলায় ধারাভাষ্য দিতে গিয়েছিলেন সাবেক অধিনায়ক ও এখনকার নির্বাচক হাবিবুল বাশার। তবে তামিম প্রশংসা করেছেন টেলিভিশন ধারাভাষ্যে বাংলাদেশের অগ্রজ দুজন- আতহার ও শামীম আশরাফ চৌধুরীরও, ‘দেখেন, ওনাদের কাছ থেকে প্রশংসা পাওয়া গুরুত্বপূর্ণ না। বরং তাদের নিয়ে আমাদের বলাটাই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ক্রিকেটের দিকটা নিয়ে খুব বেশি কথা বলি না। চিন্তা করেন, বাংলাদেশ দল যখন খারাপ খেলে, আজ থেকে কয়েক বছর আগে আমরা যখন ম্যাচ হারতে থাকতাম, আতহার ভাই-শামীম ভাইরাই “পিলার” ছিলেন। বাকি ২০ জনের সামনে বাংলাদেশকে ছোট হতে দেন নাই তারা। তারা সমর্থন করে গেছেন, কঠিন কাজটা করেছেন। এটারই প্রশংসা করা উচিৎ আসলে। আমিও আতহার ভাইকে এটিই বলেছি আজ (গতকাল)।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ