নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বয়স মোটে ১৫ বছর। এরইমধ্যে গোটা ক্রীড়া দুনিয়ার নজর কেড়েছেন কামিলা ভালিয়েভা। ফিগার স্কেটিংয়ে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আর সবশেষ চলতি বেইজিংয়ের শীতকালীন অলিম্পিকেও স্বর্ণজয়ী তিনি। তবে বিতর্কের ঝড় উঠেছে শেষ পদকটি ঘিরে।
২৫ ডিসেম্বর রাশিয়ান ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপে ডোপ পরীক্ষার জন্য নমুনা দেন ভালিয়েভা। সুইডেনের স্টকহোমে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সিতে পাঠানো সেই নমুনার ফলাফল ঘোষণা করা হয় গত মঙ্গলবার। তাতে ক্রীড়া দুনিয়ায় নিষিদ্ধ ট্রাইমেটাসিডিন পজিটিভ হয়েছেন তিনি। অথচ ঠিক তার আগের দিনই রাশিয়াকে স্বর্ণ এনে দিয়েছিলেন তিনি।
এই খবরে নিন্দার ঝড় ওঠে। ফিগার স্কেটিংয়ের জার্মান তারকা কাটারিনা ভিট ফেসবুকে লিখেছেন, এটা লজ্জাজনক এবং (রাশিয়ার) দায়িত্বশীল প্রাপ্তবয়স্কদের এই ক্রীড়া থেকে আজীবন নিষিদ্ধ করা উচিত।’
তবে রাশিয়া অলিম্পিক কমিটির দাবি, জানুয়ারিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য দেয়া পরীক্ষাতেও নেগেটিভ ছিলেন ভালিয়েভা। এক প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছেন, তাদের বিশ্বাস ভালিয়েভার পজিটিভ ফলাফলে ভুল আছে। তিনি ভালিয়েভাকে ভিডিও কনফারেন্সে বলেন, ‘তোমার মাথা উঁচু রাখো। তুমি একজন রাশিয়ান। গর্বের সঙ্গে এগিয়ে যাও ও সবাইকে হারিয়ে দাও।’
রুশ অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট স্তানিসলাম পজ্দনিয়াকভ সুইডেনের ডোপ পরীক্ষার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, পদকপ্রাপ্তির পর ডোপের ফলাফল ঘোষণা উদ্দেশ্যপ্রণোদিত। ফলাফল ঘোষণায় এত দীর্ঘ সময় লাগার কারণ নিয়েও সন্দেহ তার।
এই বিতর্ক আটকে ছিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে। গতকাল তাদের রায়ে মুক্তি মিলেছে ভালিয়েভার। এই মুক্তির স্বাদ নিয়েই আজ ব্যক্তিগত ইভেন্টে অংশ নিতে পারবেন ভালিয়েভা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।