Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চীনের আরো ৫৪ অ্যাপ নিষিদ্ধ ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

দেশের নিরাপত্তায় হুমকি বিবেচনা করে চীনের আরও ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। সোমবার দেশটির সরকারের সূত্র জানিয়েছে সুইট সেলফি এইচডি, বিউিট ক্যামেরা, ভিভা ভিডিও এডিটর, অ্যাপলকের মতো জনপ্রিয় অ্যাপও এই তালিকায় রয়েছে। ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বে জন্য হুমকির কথা তুলে গত বছরের জুনে ৫৯টি চীনের মোবাইল অ্যাপ বন্ধ করে দেয়। এরমধ্যে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, উইচ্যাট এবং হেলিও রয়েছে। ২০২০ সালের চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার পর এ পর্যন্ত প্রায় ৩০০ অ্যাপ বন্ধ করে দিয়েছে ভারত। নতুন করে অ্যাপ বন্ধ নিয়ে চীনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, অ্যাপগুলো ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী।’ এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরি করার পাশাপাশি গোপনে তা প্রেরণ করার চেষ্টা করছিল বলে অভিযোগ করে ভারত সরকার। টিওআই।



 

Show all comments
  • MD JAHANGIR ALAM ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১১ পিএম says : 0
    আমার মন্তব্য হলো বিভিন্ন দেশের যাতায়াতের জন্য, চায়না খোলা আছে ,তাদের বর্ডার খোলা আছে সম্পূর্ণ বিমান চালু আছে l কিন্তু বাংলাদেশের জন্য কেন বন্ধ সেটা একটু জানাবেন কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ