মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেশের নিরাপত্তায় হুমকি বিবেচনা করে চীনের আরও ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। সোমবার দেশটির সরকারের সূত্র জানিয়েছে সুইট সেলফি এইচডি, বিউিট ক্যামেরা, ভিভা ভিডিও এডিটর, অ্যাপলকের মতো জনপ্রিয় অ্যাপও এই তালিকায় রয়েছে। ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বে জন্য হুমকির কথা তুলে গত বছরের জুনে ৫৯টি চীনের মোবাইল অ্যাপ বন্ধ করে দেয়। এরমধ্যে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, উইচ্যাট এবং হেলিও রয়েছে। ২০২০ সালের চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার পর এ পর্যন্ত প্রায় ৩০০ অ্যাপ বন্ধ করে দিয়েছে ভারত। নতুন করে অ্যাপ বন্ধ নিয়ে চীনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, অ্যাপগুলো ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী।’ এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরি করার পাশাপাশি গোপনে তা প্রেরণ করার চেষ্টা করছিল বলে অভিযোগ করে ভারত সরকার। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।