মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘ভাইয়ের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। আর ভাইও আমার জন্য জীবন দিতে পারে।’ বিজেপির অভিযোগে গত রোববার স্পষ্ট উত্তর প্রিয়াঙ্কা গান্ধীর। তার কথায়, ‘কোথায় অন্তর্দ্বন্দ্ব? যোগীর মাথায় অন্তর্দ্বন্দ্ব রয়েছে। নরেন্দ্র মোদি, অমিত শাহ আর তার মধ্যে যে অন্তর্কলহ রয়েছে, সেটা ভেবেই তিনি এইসব মন্তব্য করছেন।’
প্রিয়াঙ্কা বলেন, ‘ছেলেবেলায় আমি আর রাহুল অনেক ঝগড়া করতাম। মারপিট করতাম। কিন্তু, সব ঝগড়ায় ও জিতে যেত। আমার যখন ১২ বছর বয়স তখন দাদীকে হত্যা করা হয়। সেই সময় আমরা সকলে একসঙ্গেই থাকতাম। হত্যাকাণ্ডের পর আমি আর রাহুল স্কুলে যেতে পারিনি। ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত আমরা বাড়ি থেকেই স্কুলের পড়াশোনা করেছি। পরীক্ষাও বাড়ি থেকেই দিয়েছি। মা-বাবা সেই সময় রাজনৈতিক সফরে যেতেন। ফলে আমি আর রাহুল বাড়িতে একাই থাকতাম। আমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছিল। ঝগড়াও করতাম প্রচুর।’
এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকেই দলের মুখ হিসেবে তুলে ধরে উত্তরপ্রদেশের প্রচারাভিযান করছে কংগ্রেস। ‘পরিবর্তন কা সংকল্প, কংগ্রেস হি বিকল্প’- এই সেøাগানসহ প্রিয়াঙ্কার বিশাল কাট আউট ও পোস্টারে মুড়ে ফেলা হয়েছে যোগী রাজ্য। এ নিয়ে প্রিয়াঙ্কাকে বলতেও শোনা গেছে, ‘চারপাশে আমাকেই দেখতে পাবেন উত্তরপ্রদেশে।’
তাহলে কি প্রিয়াঙ্কাকেই মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করে ভোটে লড়বে কংগ্রেস? গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যোগী আদিত্যনাথের ধর্মীয় তাস খেলার রাজনীতির পাল্টা দিতে গেলে প্রিয়াঙ্কার মতো এমনই এক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল। যিনি শহরের সীমানা ছাড়িয়ে গ্রামের পর গ্রামে গিয়ে মহিলাদের নিরাপত্তার অভাব, আইন শৃঙ্খলার অবনতি, বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, বেকারত্বের মতো ইস্যুগুলো তুলে ধরে সাধারণ ভোটারদের কাছে রাজ্যের দুর্দশার বাস্তব বিবরণ পৌঁছে দেবেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।