Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ করছি : মাওলানা হামিদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৪ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এক বিবৃতিতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, হিজাব পরা মুসলিম নারীদের সাংবিধানিক অধিকার। এটা শুধু এক টুকরো কাপড় নয়। এটা নারীদের জন্য কুরআন-হাদিসের বিধান। এটা মুসলিম নারীদের সম্মান বৃদ্ধি করে। এটা মুসলিম নারীর গর্ব।

তিনি বলেন, কর্ণাটকে যা হচ্ছে, তা ইসলামী বিধানে হস্তক্ষেপ এবং ভারতসহ সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় বিধান পালনের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। মাওলানা হামিদী বলেন, একজন মানুষের ধর্মীয় পোশাক পরিধানে বাধা প্রদান করার অধিকার কোন সংবিধানে নেই। তাই কর্ণাটকসহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় বিধান পালনের স্বাধীনতা হরন এবং নারী- মেয়েদের কলঙ্কিত ও অপমানিত করার শামিল। তিনি অবিলম্বে ভারতের মুসলিমদেরকে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করার অধিকার প্রদানের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ