Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাাড়ায় নব-নির্বাচিত ইউপিমেম্বারদের শপথ গ্রহন অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:২২ পিএম

কলাপাড়ায় তিনটি ইউনিয়নের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ৯জন এবং পুরুষ মেম্বার ৩৬জন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক শপথ বাক্য পাঠ করান।

এসময় কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন শিমা, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, চাকামাইয়া ইউপি চেয়ারম্যান মো: মজিবর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার নব-নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপথ গ্রহন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ