Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্চ কমিটিতে নিজের নাম প্রস্তাব করেছেন ৩৪ জন : মন্ত্রিপরিষদ সচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ পিএম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সার্চ কমিটি ৩২৯ জনের নাম পেয়েছে। তাদের মধ্যে নিজের নাম প্রস্তাব করেছেন ৩৪ জন। রবিবার সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে ১৮ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, তালিকা ফাইনাল হওয়ার পরে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আবারও মিটিংয়ে বসবে সার্চ কমিটি। সেখানে বসে তালিকার বাকিসব ঠিক করা

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সার্চ কমিটির কাছে আসা নামগুলো প্রকাশের প্রস্তাব এসেছে বিশিষ্ট জনদের কাছ থেকে। তাই কমিটি যাদের নাম পাবে, সবগুলোই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত ৩২৯ জনের নাম আমরা পেয়েছি, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬ জনের নাম, পেশাজীবীদের থেকে ৪০ জনের, ব্যক্তিগত পর্যায় থেকে এসেছে ৯৯ জনের, ব্যক্তিগত পর্যায়ের সরাসরি প্রস্তাব, নিজে নিজেকে ৩৪ এবং মতবিনিময় সভায় পেয়েছি ২০ জনের নাম। আগামীকাল সন্ধ্যা ৬টার পরে আমাদের মন্ত্রিপরিষদের ওয়েব সাইটে নামগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৭ পিএম says : 0
    এই সমস্ত কিছু ডাল চাউলে খিজুড়ী ছাড়া আর কিছুই না,লাগবে পাঠ জন নাম দিয়েছে তিনশত উনত্রিশ জন,শেষ পযন্ত ডগডগি ছাড়া কিছু নয়,এই জন্যিই আসল সিদ্ধান্ত নিতে হবে,আর সেই সিদ্ধান্ত হলো রাষ্ট্রপতি পদ্ধতি,সংসদীয় পদ্ধতি আর এই দেশে হবে না,সব কিছু খাই খাই অবস্থা হয়ে গেছে এবং বড় একটি দল এখন ও সিদ্ধান্ত নেবেন না বলেছে বুজলাম তারা ও নিবেন,তবুও ঘুরে ফিরে হাববা ডাববা জোব্বা হবে,তারাও যদি তিনশত উনত্রিশ জনের নাম দিবেন,কেমন হবে মোট হবে 658জন,বাঁচাই হবে পাঁচ জন,বিষয়টি সমাধান কে করবেন,এত এব এই সমস্ত কিছু হবে না,সার্স কমিটি ও হবে না এই পদ্ধতিতে সংসদীয় দলীয় আমলাতান্ত্রিক চৌরাচার দলীয় সংসদীয় পদ্ধতি সম্ভব নয়,আমরা ছোট দেশ হিসেবে আমাদের রাষ্ট্র পতি পদ্ধতিতেই যেতে হবে,এই ছাড়া আর কোনো রাস্তা বর্তমানে আমাদের দেশের যে পরিবেশ অন্য রাস্তা নেই,...
    Total Reply(0) Reply
  • Anwar+Hossain ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:২০ পিএম says : 0
    নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে খাদের কিনারে রেখে যাওয়া ও সংবিধানের প্রতি জনগণের আস্থা-বিশ্বাস বিনষ্ট করার দায়ে বিদায়ী নির্বাচন কমিশনকে (ইসি) ‘বিচারের’ সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। ...
    Total Reply(0) Reply
  • Hassan Mahmud ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৫ পিএম says : 0
    নিজের নাম প্রস্তাব করা ৩৪ জনের লিষ্ট টা একটু দেখতে চাই :)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রিপরিষদ সচিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ