মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্যালকনিতে মেলে দেওয়া একটি পোশাক বাতাসে পড়ে যায় নিচে। ফ্ল্যাট বাড়ির ১০ তলা থেকে উড়ে গিয়ে পড়েছিল ৯ তলার ব্যালকনিতে। সেই পোশাক উদ্ধার করে আনতে ১০ তলার ফ্ল্যাটের বাসিন্দা এক মহিলা তার ছোট্ট ছেলেকে নিচে পাঠালেন ঠিকই। কিন্তু সিঁড়ি বা লিফট দিয়ে নয়। শিশুটির কোমরে হলুদ রঙের একটি বিছানার চাদর বেঁধে চাদরটিকে দড়ির মতো ব্যবহার করে।
শিশুটিকে ঝুলিয়ে ব্যালকনি দিয়ে নামালেন নিচে! ঝুলে ঝুলেই ১০ তলার ব্যালকনি থেকে ৯ তলার ব্যালকনিতে পৌঁছে যায় শিশুটি! তারপর সেই পোশাক উদ্ধার করে আবার দড়ির সাহায্যেই উঠে আসে ১০ তলায়। দড়ি ধরে ঝোলানো, নামানো এবং টেনে তোলাসব কিছুই করলেন তার মা!
এই ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায়। ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মহিলা নিজের শিশু সন্তানের জীবন বিপন্ন করে তাকে বিছানার চাদর বেঁধে ঝুলিয়ে ব্যালকনিতে ওঠা-নামা করাচ্ছেন। কিন্তু তখন তিনি জানতেই পারেননি দূর থেকে কেউ তা ক্যামেরায় রেকর্ড করছিল। স্বাভাবিকভাবেই সেই ভিডিও প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এ রকম ঘটনা নতুন নয়, এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ধরনের ভয়ানক ভিডিও। কখনও শাস্তির নামে গরম খুন্তির ছ্যাঁকা। কখনও রাগের মাথায় সন্তানের গলায় ওড়না জড়িয়ে খুন।
তবে ফরিদাবাদের এই মহিলা ভিডিও ভাইরাল হওয়ার কথা জানতেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সত্যিই তার ভুল হয়ে গেছে। এমন ঝুঁকি নেওয়া উচিত হয়নি। জানা গেছে, নিচের ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় এই উপায় নিতে বাধ্য হয়েছিলেন ফরিদাবাদের এই মহিলা। সূত্র : ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।