Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠে সেরা, পরীক্ষাতেও কৃতকার্য

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৯ পিএম

বাংলাদেশ ফুটবলের প্রতিচ্ছবি এখন নারী ফুটবলাররা। আন্তর্জাতিক অঙ্গনে নানা পর্যায়ে সাফল্য এনে দিচ্ছেন তারাই। সেই নারী ফুটবলারদের অধিকাংশই বয়সভিত্তিক দলের। বেশিরভাগই কলেজ পড়ুয়া, কয়েকজন অবশ্য স্নাতক পর্যায়ে পড়ছেন। এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন দুই জন। এরা হলেন- ফরোয়ার্ড মার্জিয়া মার্জিয়া আক্তার (বাঁয়ে) ও নিলুফা ইয়াসমীন নীলা। দুই জনই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। রোববার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর। ফল প্রকাশের পর দেখা যায় নীলা অসাধারণ ফলাফল করেছেন। বাণিজ্য বিভাগ থেকে তিনি ৪.৭৫ পয়েন্ট পেয়েছেন। আর মার্জিয়ার পয়েন্ট ৩.২৫। মাঠের খেলায় শিরোপা জেতার পাশাপাশি পড়ার টেবিলেও তারা দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন। মেয়েদের এমন সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘আমাদের নারী ফুটবল দলে পাশের হার শতভাগ। এজন্য খুব আনন্দিত আমরা। এবারের এইচএসসি পরীক্ষার আগে নীলা ও মার্জিয়া খেলার পাশাপাশি পড়াশোনায় মনযোগী ছিল। নীলা কুস্টিয়া থেকে ও মার্জিয়া কলসিন্দুর থেকে পরীক্ষা দিয়ে ভালোভাবেই পাস করেছে। আগামী বছর আরো কয়েকজন এইচএসসি পরীক্ষা দেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ