Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়াডে ই-স্পোর্টস নিয়ে পদকের স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২১ পিএম

সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৯তম আসরের খেলা। এ আসরে ই-স্পোর্টসে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবারের এশিয়াডে ই-স্পোর্টসের দু’টি ইভেন্টে (হার্ট স্টোন ও ফিফা সকার) একজন করে দু’জন প্রতিযোগি পাঠাবে বিওএ। যাদেরকে নির্বাচিত করতে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করছে তারা। ২০০৫ সালের ৩১ ডিসেম্বর বা তার পূর্বে যাদের জন্ম তারাই এশিয়ান গেমস ই-স্পোর্টসের দুই ইভেন্টের বাছাইয়ে অংশ নিতে পারবেন। ১৫ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে বিওএ’র ওয়েবসাইটে প্রবেশ করে আগ্রহীরা নাম নিবন্ধন করতে পারবেন। ১ থেকে ১৫ মার্চ চলবে কোয়ালিফাইং। ৩১ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। ই-স্পোর্টসের জন্য বিশেষ একটি কমিটি গঠন করেছে বিওএ। যে কমিটির প্রধান করা হয়েছে বিওএ’র উপ-মহাসচিব এবং শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুকে। রোববার বিওএ’র ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু। এ সময় বিওএর কোষাধ্যক্ষ এ,কে সরকার এবং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান মিকু বলেন, ‘গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড ও রোবট প্রতিযোগিতার মতো অনেক ইভেন্টে বাংলাদেশের তরুণরা ভালো করছে। এই অনলাইন গেমসকে আমরা পরীক্ষামূলকভাবে এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ হিসেবেই দেখছি। এর আগেও দুই এশিয়াডে এই ডিসিপ্লিনটি ছিল। তবে আমরা অংশ নেইনি।’

বাংলাদেশে ই-স্পোর্টসের জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক স্বীকৃত কোনো সংগঠন নেই। অ্যাডহক কমিটির মাধ্যমে এশিয়ান গেমসের দুই ইভেন্টে বাছাই প্রক্রিয়া ও ক্রীড়াবিদরা এশিয়ান গেমসে অংশ নিতে পারবেন। আগ্রহীরা ই-স্পোর্টস কমিটির ০১৬৮০০৮৭৪১৬ নম্বরে ৫০০ টাকা দিয়ে বিকাশ করে নাম নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফি থেকে আয়কৃত উদ্বৃত্ত অর্থ বাংলাদেশের পিছেয়ে পড়ার খেলাধূলার দাতব্য সহায়তার জন্য ব্যয় করা হবে বলেও জানান বিওএর কর্তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ