Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ ইহুদি বসতকারীদের প্রতি হামাসের সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইল সরকার এবং জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারীদের সাবধান করে দিয়েছে। তাদের আগুন নিয়ে খেলা বন্ধ করতে হুশিয়ার করে বলেছে, শিগগিরই ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ না হলে এর ভয়াবহ পরিণতি তাদের বরণ করতে হবে। পবিত্র আল-কুদস (জেরুজালেম) শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার পর এ হুশিয়ারি বার্তা উচ্চারণ করল হামাস। বায়তুল মুকাদ্দাস শহরের হামাস মুখপাত্র মোহাম্মদ হামাদেহ রোববার এক বিবৃতিতে বলেন, শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তারা প্রকৃতপক্ষে আগুন নিয়ে খেলছেন। তিনি অধিকৃত ভ‚খÐের সব ফিলিস্তিনিকে বিশেষ করে আল-কুদস শহরের বাসিন্দাদের শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে এগিয়ে আসার আহŸান জানান। এক ইসরাইলিকে গাড়িচাপা দেওয়ার কথিত অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা। মিডলইস্ট আই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ