Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে কলেজ অধ্যক্ষকে হত্যা চেষ্টায় মামলা

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আইয়ুব আলীকে হত্যা চেষ্টার ঘটনায় সোনাইমুড়ী থানায় অধ্যক্ষ বাদী হয়ে গতকাল বিকেলে এমদাদুল হক সুকর্নকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যক্ষ বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে বুধবার সকালে উপজেলার জয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ স¤পাদক ও জয়াগ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তুষার বুধবার সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ছাত্রীদের ছবি মোবাইলে উঠানো, অশ্লীল আচরণ করলে কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী তাকে সতর্ক করেন। এতেই তুষার ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে এমদাদুল হক সুকনর্, শাকির, ফারুক হোসেনসহ ৫/৬ জন বহিরাগত সন্ত্রাসী কোমর থেকে পিস্তল বের করে অধ্যক্ষ আইয়ুব আলীকে হত্যার জন্য মাথায় ঠেকায়। তাৎক্ষণিক কলেজের সহকারী অধ্যাপক সন্ত্রাসীদের অধ্যক্ষের কক্ষ থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়, এতেই তিনি প্রাণে রক্ষা পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনাইমুড়ীতে কলেজ অধ্যক্ষকে হত্যা চেষ্টায় মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ