Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল আমিরাত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৮ পিএম

দুই দিনের সফরে আগামীকাল সোমবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে তিনি দেশটিতে সফর করবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের যোগাযোগ পরিদফতর।

সফর প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ও আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতকরণ এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয়পক্ষের মত বিনিময়ের কথাও রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট এরদোগানের এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী যখন সউদী আরব ও আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ঠিক এই সময়েই সফরে আসছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ