Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রোন আমদানি নিষিদ্ধ করলো ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫৯ পিএম

ভারত সরকার দেশটিতে কিছু ব্যতিক্রম সহ বিদেশী ড্রোন আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে। অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করার প্রচেষ্টার অংশ হিসাবে এ ঘোষণা দিয়েছে বলে জানা গেছে। তবে গবেষণা ও উন্নয়ন, প্রতিরক্ষা এবং সুরক্ষার উদ্দেশ্যে ড্রোন আমদানি নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এই জাতীয় আমদানির ক্ষেত্রে অবশ্যই যথাযথ ছাড়পত্র নিতে হবে। -ইকোনোমিক টাইমস, নিউজ ১৮

দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বুধবার এক বিবৃতিতে বলেন, ড্রোনের পার্টস বা উপাদানগুলো আমদানির জন্য কোনও অনুমোদনের প্রয়োজন হবে না। এর মূল কারণ, দেশটিতে আরও নতুন নতুন আধুনিক প্রযুক্তির ড্রোন উৎপাদন করার জন্য উৎসাহ দিচ্ছে দেশের সরকার। ইদানিংকালে কোনও রকম কারণ ছাড়াই বহু মানুষ ড্রোন ব্যবহার করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, এতে দেশের এবং রাজ্যগুলি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্প সেই ঘাটতি পূরণ করার লক্ষ্যে বদ্ধপরিকর। তবে সাধারণের ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ জারি হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি), প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্য ড্রোন আমদানিতে ছাড় দেয়া হতে পারে। তবে এসব ক্ষেত্রেও অনুমতি নিয়েই তবে ড্রোন আমদানি করা যাবে। অন্য সব ক্ষেত্রে ড্রোন আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার থেকে কেউ ড্রোন আমদানি করতে চাইলে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমতি সাপেক্ষে ড্রোন আমদানি করতে পারবেন। সরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার স্বীকৃত গবেষণা কেন্দ্রগুলোতে ড্রোন আমদানি করার অনুমতি দেওয়া হবে। তারা বৈদেশিক বাণিজ্য মহানির্দেশকের দফতর থেকে আমদানির অনুমোদন পাওয়ার পরেই ড্রোন আমদানি করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ