Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে একদিন হিজাবী নারীই হবেন প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ : আসাদউদ্দিন ওয়াসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৩৯ পিএম

দক্ষিণ ভারতের কর্নাটকে হিজাব ইস্যুতে সারা ভারতের অবস্থা বেশ উত্তপ্ত। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত এই ব্যাপারে তাদের অবস্থান জানিয়েছে। এছাড়া কর্নাটক রাজ্যের উচ্চ আদালতসহ রাজ্যের সরকার ধর্মীয় ইস্যু ও পোশাকের ব্যাপারে কট্টর অবস্থান নিয়েছে।
এরমাঝেই মুসলিম রাজনৈতিক সংগঠন মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন বা এআইএমআই এর কেন্দ্রীয় সভাপতি এবং হায়দ্রাবাদের লোকসভা এমপি আসাদউদ্দিন ওয়াসি বলেছেন, ভবিষ্যতে এমন একদিন আসবে যেদিন একজন হিজাবী নারীই হবে ভারতের প্রধানমন্ত্রী।
আজ (১৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তর প্রদেশে এক র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের মেয়ে সন্তান তার বাবা-মাকে বলবে আমি হিজাব পরতে চাই এবং তার বাবা-মাও স্বাধীনতা দিয়ে বলবে, আমিও দেখি কে তোকে বাধা দেয়। ওয়াইসি বলেন, হিজাব পরে একটি মেয়ে ডাক্তারও হবে, সে একজন কালেক্টর এবং একজন ব্যবসায়ী মহিলাও হবে, সে একজন এসডিএমও হবে, ইনশাআল্লাহ একদিন হিজাবি প্রধানমন্ত্রীও হবে। আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু সে অবশ্যই প্রধানমন্ত্রী হবে।
কর্ণাটকে হিজাব নিয়ে যা হচ্ছে তা দেশের সংবিধানের চরম লঙ্ঘন। এই ধরণের আচরণ সংবিধানের ১৫, ১৯ ও ২১ ধারার পরিপন্থী বলেও দাবী করেন এই মুসলিম নেতা। এছাড়া ক্ষমতাসীন বিজেপি সরকারের এ ধরনের সিদ্ধান্তের কড়া সমলোচনা ও তীব্র নিন্দা জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভারতের কর্ণাটক উচ্চ আদালতের জারি করা রুল অনুযায়ী, আদালতের চূড়ান্ত রায় না দেয়া পর্যন্ত কোন শিক্ষার্থীই ধর্মীয় পোশাক পড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে না বলে জানানো হয়। হোক তা গেরুয়া ওড়না কিংবা বোরকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ