Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভ্যালেনটাইনস ডে’ উপলক্ষে লাল রঙে সাজছে সউদী!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৭ পিএম | আপডেট : ৪:১৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

কয়েক দশক ধরে, ১৪ ফেব্রুয়ারি সউদী আরবে ছিল অন্য দিনগুলোর মতই সাধারন। যেখানে ভ্যালেন্টাইন্স ডেকে ইসলামিক ধারণার বিরোধী হিসাবে নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় দোকান মালিকদের ভ্যালেন্টাইন্স ডে পণ্য বিক্রি করতে বাধা দেওয়া হতো। যারা সাহস করে দিনটি উদযাপন করতেন তাদেরকে গ্রেফতারও করা হতো।

তবে সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কারের পরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আল আরাবিয়া ইংলিশের প্রতিবেদনে, সউদীরা এখন প্রকাশ্যে দিন উদযাপন করছে। ‘ভালোবাসার দিন’ উপলক্ষে সউদী আরবের দোকানে দোকানে শুধুই লাল রঙের বাহার! দোকানে 'উইন্ডো'য় সাজিয়ে রাখা হয়েছে লাল রঙের পোশাক আর অন্তর্বাস!

সউদীর নবীন প্রজন্মের একটা বড় অংশের মধ্যে 'ভ্যালেনটাইনস ডে' নিয়ে উৎসাহ বাড়ছে। মনের মানুষকে উপহার দেওয়া থেকে শুরু করে প্রিয়তম বা প্রিয়তমার জন্য নিজেকে সাজিয়ে তোলা, ইদানীংকালে এসবের প্রতি ঝৌঁক বাড়ছে তরুণ সউদীদের। কিন্তু, তা সত্ত্বেও প্রকাশ্যে কাউকে ভ্যালেনটাইনস ডে-র শুভেচ্ছা জানানো সাহস নেই তাদেরও। পশ্চিমী রীতির খুল্লাম-খুল্লা অনুসরণে ভয় রয়েছে ব্যবসায়ীদেরও। তবে, তা বলে তো আর মুনাফা এড়িয়ে থাকা যায় না! তাই ভ্যালেনটাইনস ডে-র আগে লাল রঙে দোকান সাজালেও কোথাও 'ভ্যালেনটাইনস ডে'- শব্দ দু'টি ব্যবহার করা হচ্ছে না!

রিয়াদে মলের একটি দোকানকেও ঝলমলে করে সাজিয়ে তোলা হয়েছে। সেই দোকানেরই এক কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "কর্তৃপক্ষই আমাদের লাল পোশাক দোকানের ডিসপ্লে উইন্ডো সাজানোর নির্দেশ দিয়েছে। কিন্তু, 'ভ্যালেনটাইনস ডে' শব্দ দু'টি উল্লেখ করতে বারণ করা হয়েছে।" সউদী দুনিয়াতেও যে বদল আসছে, এই ঘটনাই তার প্রমাণ।

একটা সময় ছিল, যখন ১৪ ফেব্রুয়ারি রাস্তায় রাস্তায় রীতিমতো নীতিপুলিশি চলত। এই বিশেষ দিনটিতে কেউ লাল রঙের পোশাক পরলেই তাকে পাকড়াও করা হত। পড়তে হত কড়া শাস্তির মুখে। এমনকী 'ভ্যালেনটাইনস ডে' লেখা, অথবা এই সংক্রান্ত কোনও প্রতীক পোশাকে বা অন্য কোথাও ব্যবহার করলেও নেমে আসত শাস্তির খাঁড়া! রিয়াদেরই গ্রেনাডা মলে কাজ করেন এক তরুণী। তিনি বললেন, ‘আমরা এখন লাল জামা পরতে পারি। এমনকী, দোকানের ডিসপ্লে উইন্ডোতেও লাল রঙের পোশাক সাজিয়ে রাখতে পারি।

'ভ্যালেনটাইনস ডে'-র সময় অনেক ক্রেতাই লাল রঙের পোশাক কেনেন! এই সময় কেউ লাল রঙের পোশাক কিনলে আমরা তাকে বিশেষ ছাড়ও পাইয়ে দিই! কিন্তু, আমরা সেটাকে ভ্যালেনটাইন'স ডে অফার বলি না!" তবে এখনও সউদীবাসীর একাংশ খোলাখুলি এইসব বিষয়ে সহজ হতে পারেন না। কিন্তু, বন্ধ দরজার পিছনে রোম্যান্টিক হতে তাদেরও মন্দ লাগে না। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ