Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূলের সর্বভারতীয় কর্মসমিতি ঘোষণা

রয়েছেন মমতা-অভিষেকসহ ২০ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১০ এএম

পশ্চিমবঙ্গের কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের জাতীয় কর্মসমিতির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসমিতিতে মমতা ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোট ২০ জনের নাম এদিন ঘোষণা করা হয়েছে। যদিও কোনো পদাধিকারীর নাম এখনও চূড়ান্ত হয়নি। পরে নাম মনোনীত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখন দলের জাতীয় কর্মসমিতি হল, মমতা বন্দোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বারিক, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দু শেখর রায়, অসীমা পাত্র, মলয় ঘটক, অনুব্রত মন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, রাজীব ত্রিপাঠী। এই কমিটিতে নাম নেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো হেভিওয়েটের নাম। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করবেন। সেই নাম যাবে নির্বাচন কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য। আপাতত তৃণমূলের সব কমিটি অবলুপ্ত। এমনটাই দলীয় সূত্রে খবর।
বৈঠক থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় আরো বলেছেন, ‘রেজিস্টার্ড অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। সভানেত্রী হওয়ার পর পাঁচ-ছজনের নাম বলেছিলেন আপাতত কাজ চালাবেন বলে। এদিন ডেকেছিলেন সকলকে। তিনি সর্বভারতীয় তৃণমূলের জাতীয় কর্ম সমিতির নাম ঘোষণা করেছেন। পদাধিকারীদের তালিকা প্রকাশ হবে অতি শিগগিরই। নাম মনোনীত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়’। সূত্র : নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ