Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাজনে এক বছরে বন উজাড়ে রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৭ পিএম

পৃথিবীর সবচেয়ে বড় চিরহরিৎ বন হিসেবে পরিচিত অ্যামাজন। দিনে দিনে এই বনের পরিধি যেমন কমছে, তেমনি উজাড় হচ্ছে অমূল্য গাছ। ব্রাজিল সরকারের স্যাটেলাইটের সবশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের জানুয়ারির চেয়ে চলতি বছরের একই সময়ে বন উজাড় হয়েছে অনেক বেশি।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদেনে বলা হয়েছে, যেই জায়গাটি উজাড় হয়েছে তা ২০২১ সালের চেয়ে পাঁচগুণ বড়। ২০১৫ সালে এ বিষয়ে তথ্য সংরক্ষণ করার পর থেকে জানুয়ারিতে এটিই বন উজাড়ের সর্বোচ্চ ঘটনা। দিনে দিনে অ্যামাজন ধ্বংসে উদ্বেগ জানিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারকে দুষছেন পরিবেশবিদরা। তাদের অভিযোগ, বলসোনারো বন উজাড় ত্বরান্বিত করার অনুমতি দেওয়ার জন্য এমন পরিস্থিতি।
বছরের শুরুতে এত গাছ কাটাকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। আদিবাসীদের পাশাপাশি বন্যপ্রাণী চরম হুমকির মুখে। জানুয়ারিতে অ্যামাজনের ৪৩০ বর্গকিলোমিটার বন উজাড় করা হয়েছে। যা নিউইয়র্কের ম্যানহাটনের চেয়ে আয়তনে সাতগুণ বড়।
গত বছরে গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ জলবায়ু সম্মেলনে থেকে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বের শতাধিক দেশের নেতারা। কিন্তু এর বাস্তবায়নের কাজ এখনো চোখে পরেনি।
এর আগে, অ্যামাজন বনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ নিয়ে বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। পুড়ে ছাই হয়ে যায় অনেক বন্যপ্রাণীর পাশাপাশি বহু গাছ। আগুন লাগার ঘটনার পেছনে ব্রাজিলের প্রেসিডেন্টের হাত রয়েছে বলে অভিযোগ উঠে। সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ