মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্দোনেশিয়ার কাছে প্রায় ১ লাখ ২০ কোটির টাকার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সহায়ক হবে বলে ধারণা যুক্তরাষ্ট্রের।
ভয়েস অব আমেরিকা জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্ট্রেলিয়া সফরের সময় বুধবার স্টেট ডিপার্টমেন্ট ১৩.৯ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার কোটির টাকার উন্নত ফাইটার জেট বিক্রির ঘোষণা দিয়েছে।
গত ডিসেম্বরের মাঝামাঝি জাকার্তা সফরে ব্লিংকেন মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন। এরপরই ইন্দোনেশিয়ার কাছে ৩৬টি এফ-১৫ যুদ্ধবিমান, ইঞ্জিন, যুদ্ধাস্ত্র ও কমিউনিকেশন সিস্টেমসহ এ সংক্রান্ত সরঞ্জাম বিক্রি করা হয়।
এর আগে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের কারণে ইন্দোনেশিয়ার কাছে অস্ত্র বিক্রি বিলম্বিত হয়।
অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনসের সদর দপ্তর ইন্দোনেশিয়ায়। এ সংগঠনের কিছু সদস্য রাষ্ট্র একটি প্রধান আন্তর্জাতিক শিপিং রুট দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের পদক্ষেপ নিয়ে শঙ্কিত।
এখন অস্ত্র বিক্রির উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, প্রশান্ত মহাসাগরে চীনকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না দেওয়ার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা জোরদার হচ্ছে। সূত্র : ভয়েস অব আমেরিকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।