Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিষেককে নিয়ে ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি ঘোষণা মমতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের কমিটি অবলুপ্ত করা হয়েছে। শনিবার কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০ সদস্যের জাতীয় কর্মসমিতির ঘোষণা করে অন্যসব পদ অবলুপ্ত ঘোষণা করেন।
২০ সদস্যের ওই কমিটিতে মমতা, অভিষেক ছাড়াও আছেন- অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, বুলুচিক বারিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, যশবন্ত সিনহা, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস।
বৈঠকের পর তৃণমূলের অন্যতম নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘সভানেত্রী ছাড়া আপাতত শীর্ষ স্তরের সব পদ অবলুপ্ত থাকছে। পরে কর্মসমিতির কে কোন পদে থাকবেন তা জানানো হবে।’ সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ