Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্করপিয়নস-এর কনসার্টে ৪ বাংলাদেশী

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কিংবদন্তি রক ব্যান্ড স্করপিয়নসের ৪ জন ভক্তের স্বপ্ন পূরণ করলো রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ। এই ৪ বাংলাদেশী স্করপিয়নস ব্যান্ডের ভক্তদের রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ ব্যান্ড সদস্যদের সাথে সাক্ষাৎ এবং মালয়েশিয়ায় স্করপিয়নস-এর ৫০ বছরপূর্তি কনসার্ট উপভোগ করার অসাধারণ এক সুযোগ করে দিয়েছে। ঐতিহাসিক এই কনসার্ট সামনের সারি থেকে উপভোগ করার অসাধারণ সুযোগ পাওয়া ভাগ্যবান চার বাংলাদেশী হচ্ছেন- মো. ওয়ালিউল্লাহ শাহান কবন্ধ, আবিদুর রহমান, রুসাফা রুহিনি এবং সাইফ উজ জামান। স্করপিয়নস ব্যান্ডের গিটারিস্ট ও ফাউন্ডার, ৬৬ বছর বয়সী রুডলফ শেনকার রোলিং স্টোন ম্যাগাজিনকে বলেছেন, “আমি যখন ৫০ বছর আগে আমার ব্যান্ড শুরু করি, তখন আমি চার পাঁচ জনকে চিনতাম; যারা বিশ্বের নানা প্রান্তে একসাথে ঘুরে ঘুরে রক মিউজিকের মাধ্যমে অগণিত বন্ধু ও শুভাকাক্সক্ষী তৈরি করতেন। আমি বলতাম, ‘আমিও একই জিনিস করতে চাই।’ আমি চাইতাম আমার সাথে কিছু অসাধারণ সংগীত শিল্পী থাকুক এবং তাদের সাথে যেন আমার বন্ধুত্ব গড়ে ওঠে।’’ ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, ইমরুল করিম বলেনে, “আপনার পছন্দের ব্যান্ডকে কনসার্টে সামনাসামনি উপভোগ করার মত অনুভ‚তি পৃথিবীতে অন্য কোন কিছুর সাথে তুলনা করা যায় না। আমার পছন্দের কিছু ব্যান্ডের সাথে আমার এই অভিজ্ঞতা হয়েছে এবং এজন্য অন্য সংগীত প্রেমীদের স্বপ্ন পূরণ করার মাধ্যমে আমি অসাধারণ আনন্দ অনুভব করছি। দেশের সঙ্গীতাঙ্গনে ইয়োন্ডার মিউজিক এর অবাধ বিচরণ অব্যাহত থাকবে আর সেই সাথে সময়ে সময়ে এধরনের অভাবনীয় সুযোগ লুফে নেবার হাতছানি তো রয়েছেই!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্করপিয়নস-এর কনসার্টে ৪ বাংলাদেশী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ