Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ট্রাক বিক্ষোভ: অন্টারিও প্রদেশে জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৭ এএম

ট্রাক চালকদের অব্যাহত বিক্ষোভের জেরে কানাডার অন্টারিও প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলমান বিক্ষোভের জেরে অটোয়া এবং একটি গুরুত্বপূর্ণ মার্কিন-কানাডা বাণিজ্য সংযোগ অ্যাম্বাসেডর ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড বলেছেন, আদেশের অধীনে গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্লক করা ‘বেআইনি’ বলে বিবেচিত হবে। এই অপরাধে প্রতিবাদকারীদের এক বছরের জেল এবং ১ লাখ কানাডিয়ান ডলার (৭৯ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে।

ট্রাক চালকদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগের বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ নামের বিক্ষোভ শুরু হয়। এর ফলে রাজধানী অটোয়াসহ কানাডার অনেক জায়গার স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে ফোর্ড বলেন, গুরুত্বপূর্ণ অফিস আদালত বন্ধ করে বিক্ষোভ করা সম্পূর্ণ অবৈধ। এমন আদেশের পরও ট্রাক চালকরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে জরিমানা এবং এক বছরের সাজা ভোগ করতে হতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত ক্রসিং, বিমানবন্দর, প্রধান মহাসড়ক, জনগণ এবং যেকোনও পরিষেবা চলাচলে বাধা সৃষ্টি করলে তাদের জন্য এই আদেশ প্রযোজ্য হবে। এমনকি চালকদের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘যারা আমাদের সীমান্তের ওপারে খাদ্য, জ্বালানী এবং পণ্য পরিবহণে বিঘ্ন সৃষ্টি করে আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, যারা বাধা, ভীতি ও বিশৃঙ্খলার মাধ্যমে একটি রাজনৈতিক এজেন্ডা জোরদার করার চেষ্টা করছে, তাদের কাছে এটিই আমার বার্তা।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিবৃতি দেওয়ার আপনার অধিকার লক্ষাধিক শ্রমিকের জীবিকা অর্জনের অধিকারকে ছাড়িয়ে যায় না।’ সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ