Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে কমিউনিটি ক্লিনিক : কাক্সিক্ষত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশের ৬৪টি জেলার প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক সেন্টার স্বাস্থ্যসেবা দেয়ার জন্য গ্রামে কোটি কোটি টাকা ব্যয় করে ফরিদপুর জেলার ৯টি উপজেলায় কমিউনিটি ক্লিনিক হাসপাতাল করেছেন। কিন্তু ওই কমিউনিটি ক্লিনিক সেন্টারের ডাক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে গ্রাম-গঞ্জের কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা না দিয়ে শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে অর্থের বিনিময়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। গ্রামের শত শত রোগীরা স্বাস্থ্যসেবা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। যে সকল গ্রামের ব্যক্তিরা সচ্ছল তারা জেলা শহরে গিয়ে স্বাস্থ্যসেবা নিচ্ছেন নিজ খরচে। গ্রাম-গঞ্জের সাধারণ জনগণরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক ডাক্তারদের শত কোটি টাকা মাসে মাসে বেতন দিচ্ছেন কিন্তু তারা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে ফরিদপুর জেলা শহরে প্রাইভেট ক্লিনিকে বসে টাকা উপার্জন করছেন। তারা আরো বলেন, ডাক্তাররা কি প্রধানমন্ত্রীর চাইতে শক্তিশালী। যদি শক্তিশালী নাই হয় তাহলে কীভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করছে। আমরা স্বাস্থ্যসেবার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অবসরপ্রাপ্ত ডাক্তাররা জানান, জেলার সিভিল সার্জনের দুর্বলতার কারণে উপজেলা পর্যায়ের ডাক্তাররা গ্রামের রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন না। জেলা সিভিল সার্জনের আরো সর্তক হওয়া উচিত এবং খতিয়ে দেখা খুবই জরুরি। কেন ডাক্তাররা কমিউনিটি ক্লিনিকে যাচ্ছেন না। যে সকল ডাক্তাররা স্বাস্থ্যসেবা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিৎ।






 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুরে কমিউনিটি ক্লিনিক : কাক্সিক্ষত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ