রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে ব্রি ধান ৩৯, ব্রি ধান ৭১ এবং ব্রি হাইব্রিড ধান ৪ জাতের ধান কর্তনের ওপর মাঠ দিবস ও উদ্বুদ্ধকরণ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবিত এ জাতের ধানের এবার বাম্পার ফলন হয়েছে। গত বুধবার বিকালে জেলার সদর উপজেলার ঘোনাপাড়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (ব্রি-অঙ্গ) (১ম সংশোধিত) এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও কৃষিবিদ হরলাল মধু। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, গোপালগঞ্জস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ ইফতেখার মাহমুদ আকন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পাবর্তী বৈরাগী উপস্থিত ছিলেন। এ মাঠ দিবসে বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। খন্দকার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তারা বলেন, ব্রি ধান ৭১ এর জীবনকাল ব্রি ধান ৩৯ এবং ব্রি হাইব্রিড ধান ৪ এর চেয়ে আগাম। অত্র এলাকায় ব্রি ৭১ জাতের ধানের বাম্পার ফলন পাওয়া গেছে এবং একরপ্রতি এ জাতের ফলন প্রায় ৬৪ মণ। এ ধান আবাদ করার পর সহজেই কৃষকরা মসুর, ছোলাসহ ইত্যাদি রবিশস্য আবাদ করতে পারবেন। ব্রি হাইব্রিড ধান ৪ এর ফলন পাওয়া গেছে একরপ্রতি ৫৮ মণ এবং ব্রি ধান ৩৯ এর ফলন একরপ্রতি ৫৯ মণ। ব্রি ধান ৭১ ধানের জাত কৃষকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং কৃষকরা এ জাতের বীজ সংরক্ষণ করে পরবর্তীতে এ ধানের জাতের আবাদ করবেন বলে সভায় কৃষকরা অভিমত ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।