Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে ব্রি ধান ৭১-এর বাম্পার ফলন

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে ব্রি ধান ৩৯, ব্রি ধান ৭১ এবং ব্রি হাইব্রিড ধান ৪ জাতের ধান কর্তনের ওপর মাঠ দিবস ও উদ্বুদ্ধকরণ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবিত এ জাতের ধানের এবার বাম্পার ফলন হয়েছে। গত বুধবার বিকালে জেলার সদর উপজেলার ঘোনাপাড়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (ব্রি-অঙ্গ) (১ম সংশোধিত) এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও কৃষিবিদ হরলাল মধু। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, গোপালগঞ্জস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ ইফতেখার মাহমুদ আকন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পাবর্তী বৈরাগী উপস্থিত ছিলেন। এ মাঠ দিবসে বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। খন্দকার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তারা বলেন, ব্রি ধান ৭১ এর জীবনকাল ব্রি ধান ৩৯ এবং ব্রি হাইব্রিড ধান ৪ এর চেয়ে  আগাম।  অত্র এলাকায় ব্রি ৭১ জাতের ধানের বাম্পার ফলন পাওয়া গেছে এবং একরপ্রতি এ জাতের ফলন প্রায় ৬৪ মণ। এ ধান আবাদ করার পর সহজেই কৃষকরা মসুর, ছোলাসহ ইত্যাদি রবিশস্য আবাদ করতে পারবেন। ব্রি হাইব্রিড ধান ৪ এর ফলন পাওয়া গেছে একরপ্রতি ৫৮ মণ এবং ব্রি ধান ৩৯ এর ফলন একরপ্রতি ৫৯ মণ। ব্রি ধান ৭১ ধানের জাত কৃষকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং কৃষকরা এ জাতের বীজ সংরক্ষণ করে পরবর্তীতে এ ধানের জাতের আবাদ করবেন বলে সভায় কৃষকরা অভিমত ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জে ব্রি ধান ৭১-এর বাম্পার ফলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ