Inqilab Logo

বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬ আশ্বিন ১৪৩০, ০৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

বিএনপি নেতার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে ছাগলনাইয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোড়ে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্র দলের আহবায়ক নাদিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহীম মিয়াজী নয়নের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের যুগ্মআহবায়ক আবদুল হাকিম দিদার, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল বাবলু, সিনিয়র যুগ্মআহবায়ক ফয়সাল, সদস্য সচিব কাজী ইকবাল, সদস্য জারদারি, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ, ছাত্রদল নেতা মাসুম, আসিফ, রানা, জাকির, ওমর ফারুক, সাফায়াত, মারুফ, আনোয়ার ও তানভীর প্রমুখ।

এর আগে গত রবিবার নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ অন্য নেতাকর্মীকে আটক করে পুলিশ। এরপর পল্টন থানায় ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০/৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন উপপরিদর্শক কামরুল হাসান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি নেতার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ