রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে জামাইসহ তার লোকজন স্ত্রীসহ শাশুড়ি ও খালা শাশুড়িকে লাঠিপেটা করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়া এলাকায় ঘটে এ ঘটনা। আহত সুরিয়া বেগম জানান, গত দুই বছর আগে নগড়পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে সুজনের সঙ্গে ব্রাহ্মণগাঁও এলাকার বাবুল ওস্তাগারের মেয়ে ফাতেমা আক্তারের বিয়ে হয়। সম্পর্কে ফাতেমা আক্তারের খালা হন সুরিয়া বেগম। বেশ কয়েক দিন ধরেই পারিবারিক বিষয়াদি নিয়ে সুজনের সঙ্গে ফাতেমা আক্তারের ঝগড়া চলে আসছিলো। গত বুধবার সকালে স্বামী সুজনসহ শ্বশুরবাড়ির লোকজন ফাতেমাকে লাঠিপেটা করে আহত করে। পরে মা বানু বেগম ও খালা সুরিয়া বেগম মারপিটের খবর পেয়ে ফাতেমা আক্তারের স্বামীর বাড়িতে যান। সেখানে গেলে ফাতেমা আক্তারের স্বামী সুজন, ভাসুর মিঠুসহ শ্বশুরবাড়ির লোকজন ফাতেমা আক্তারসহ মা বানু বেগম, খালা সুরিয়াকে এলোপাতাড়িভাবে লাঠিপেটা করে আহত করে। পরে বানু বেগম ও সুরিয়া বেগমকে বাড়ি থেকে বের করে দিয়ে ফাতেমা আক্তারকে ঘরে আটক করে রাখে। আহত বানু বেগম ও সুরিয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের ঘটনার অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
রূপগঞ্জে আলাউদ্দিন (৪০) নামে এক ব্রিক ফিল্ড শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়িয়াবো এলাকার মাতুয়াইল ব্রিক ফিল্ডের একটি কক্ষ থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। আলাউদ্দিন বরগুনা জেলার আমতলী থানার সিলা এলাকার নাদের মল্লিকের ছেলে। জানা যায়, আড়িয়াবো এলাকার মাতুয়াইল ব্রিক ফিল্ডের একটি কক্ষে শ্রমিক আলাউদ্দিনের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে, আলাউদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।