Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিমিটেড কোম্পানী হচ্ছে আজাদ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৭:২৮ পিএম

ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ রাসেল, শেখ জামাল ধানমন্ডি ও ব্রাদার্স ইউনিয়নের পর এবার লিমিটেড কোম্পানী হচ্ছে দেশের অন্যতম প্রাচীন ক্রীড়া সংগঠন আজাদ স্পোর্টিং ক্লাব। শনিবার আজাদের ত্রি-বার্ষিক সাধারণ সভা। মতিঝিলস্থ ক্লাব প্যাভিলিয়নে এদিন বিকাল ৪টায় শুরু হবে এই সভা। সভায় একটি অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত হবে। যেই কমিটি দায়িত্বগ্র্রহণের পর ক্লাবকে লিমিটেড কোম্পানীতে রূপান্তরের জন্য কাজ করবে। তথ্যটি শুক্রবার নিশ্চিত করেছেন আজাদ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক এমএ মান্নান। তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গণে সুপ্রাচীন ও সুপরিচিত একটি নাম আজাদ স্পোর্টিং ক্লাব। যে ক্লাবটির জন্ম ১৯৪৯ সালে। আমরা অতীতে ফুটবলসহ প্রায় সব খেলায় অংশ নিলেও বর্তমানে ক্রিকেটের পুরুষ ও নারী দু’বিভাগেই প্রথম বিভাগে এবং হকি, ভলিবল ও কাবাডিতে প্রিমিয়ার বিভাগে খেলে থাকি। ঢাকার ফুটবলে এক সময় আজাদের দুর্দান্ত দাপট ছিল। কিন্তু ১৯৯৮ সালে অনাকাক্সিক্ষত এক ঘটনার পর ফুটবল বিমুখ হয়ে পড়েন কর্মকর্তারা। তবে ফুটবল বাদে অন্য ডিসিপ্লিনের খেলাগুলোতে আজাদের অংশগ্রহণ নিয়মিতই।’ মান্নান আরও বলেন, ‘ক্লাবটিকে লিমিটেড কোম্পানীতে রূপান্তরিত করার কথা ভাবছি আমরা। তাই আগামীকালের (শনিবারের) ত্রি-বার্ষিক সাধারণ সভায় একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে। যে কমিটির অন্যতম কাজই হবে ক্লাবকে লিমিটেড কোম্পানীতে রূপান্তর করার দায়িত্ব পালন। তাই ক্লাবের সকল সদস্যদের আমি অনুরোধ জানাচ্ছি গুরুত্বপূর্ণ এই ত্রি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকতে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ