Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫৮ পিএম

ইউক্রেন-রাশিয়া উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। গতকাল বৃহস্পতিবার রাতে কিয়েভে পৌঁছায় মার্কিন এ সামরিক সহায়তা। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে এই বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে। জানা গেছে, ওয়াশিংটনের পাঠানো এ সামরিক সহায়তার মধ্যে রয়েছে ১৫০ টন গ্রেনেড ও ভারী বিস্ফোরক। -ইউএসএ টুডে

এর আগে, গেল সপ্তাহে ইউক্রেনকে সহায়তা দিতে যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও সুইডেনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিরাপত্তা জোরদারে কয়েক দফা সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। সীমান্ত এলাকায় রুশ সেনা মোতায়েন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা চলছে কিয়েভ-মস্কোর মধ্যে। এদিকে, মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, রাশিয়া-ইউক্রেন উত্তেজনা চরমে পৌঁছেছে। এমতাবস্থায় অবিলম্বে মার্কিন নাগরিকদের উচিত ইউক্রেন ত্যাগ করা। অন্যথায়, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে হামলা করে বসলে মার্কিন নাগরিকদের উদ্ধারে কোনও সৈন্য পাঠাবে না আমেরিকা।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১৫ পিএম says : 0
    ইউক্রেন কে অস্রে বিনা টাকায় দিয়েছেন না কি টাকা লাগবে,ইউক্রেন রাশিয়ার অংশ রাশিয়া দেখবে কি যুদ্ধ করবে না কি মানবতা করবেন,আমেরিকার ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রাঁস এরা রাশিয়ার বিরুদ্ধে কাজ করবেন কি জন্য,রাশিয়া পৃথিবীর বড় একটি শক্তি শালি দেশ এবং রাশিয়া মহা দেশ পৃথিবীর সর্ব শক্তি শালি,রাশিয়ার কাছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রাঁস একটি পিঁপড়ের সমান পিঁপড়ে কি করে বাগের সাথে টক্কর মারে,আমি মনে করি রাশিয়া এই পিঁপড়ে গুলি কে সামান্য হাওয়া মেরে খতম করে দিতে পারবেন,কিন্তু রাশিয়া সেটি করবে না,কিন্তু পিঁপড়ে গুলি যদি গর্ত থেকে উঠে তবে রাশিয়া হাওয়া মেরে খতম করে দিবেন,আর যদি কেউ রাশিয়ার বিরুদ্ধে কথা বলে রাশিয়া তাহার গলা টিপে মারবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ