Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যারেল প্রতি ১২০ ডলার হতে পারে তেলের দাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪৯ পিএম

ইউক্রেনে রাশিয়ার হামলার ক্ষেত্রে এই সপ্তাহে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার হতে পারে। সংবাদ মাধ্যম সিএনবিসি’কে দেয়া সাক্ষাতকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন কৌশলবিদ ডেভিড রোচে।

ইউক্রেনের পরিস্থিতি এখন কয়েক সপ্তাহ ধরে স্পটলাইটে রয়েছে, এবং কেউ যুক্তি দিতে পারে যে, রাশিয়া যদি আক্রমণ করতে চাইত, তবে তারা ইতিমধ্যেই তা করতে পারত। এই যুক্তিটি সমর্থন করে যে রাশিয়া এই ধরনের পদক্ষেপে অনেক ঝুঁকি ছাড়া কিছুই লাভ করবে না। অন্যদিকে, এটি একটি সত্য যে ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ান সৈন্য এবং সামরিক সরঞ্জাম রয়েছে এবং এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই কেবল ইউক্রেনকে নয়, পশ্চিম ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নার্ভাস করে তুলছে।

সামগ্রিকভাবে, ইউক্রেনের পরিস্থিতি রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উপর ইউরোপের নির্ভরতা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞার ক্ষেত্রে এই সরবরাহের বিকল্পগুলো সুরক্ষিত করার মরিয়া প্রচেষ্টাকে তুলে ধরেছে। কিন্তু, যেকোনো বড় ভূ-রাজনৈতিক প্রেক্ষিতের মতো, ইউক্রেন সঙ্কট তেলের দামকেও প্রভাবিত করবে। রোচে বলেন, ‘আমি মনে করি যদি ইউক্রেনে আক্রমন হয় তাহলে এমন নিষেধাজ্ঞা আসতে পারে যা হয় রাশিয়ার বৈদেশিক মুদ্রার ব্যবস্থা, মেসেজিং সিস্টেম এবং আরও অনেক কিছুর অ্যাক্সেসকে বাধা দেবে, অথবা তাদের তেল, গ্যাস বা কয়লা রফতানি করতে বাধা দেবে। সেই সময়ে আপনি অবশ্যই তেলের দাম ১২০ ডলার (প্রতি ব্যারেল) দেখতে পাবেন।’

ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই নিষেধাজ্ঞা ফলপ্রসূ হওয়ার বিষয়টি একটি বড় সম্ভাব্য সমস্যা হিসাবে দেখা দিয়েছে। রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান রফতানিকারক। পাশাপাশি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের একটি বড় রফতানিকারকও। এছাড়াও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রাশিয়ার মালিকানাধীন অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিশ্বে তেল উৎপাদনে রাশিয়া অবস্থান বিশ্বে দ্বিতীয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া-ইউক্রেন উত্তেজনার প্রভাব বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দামে পড়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) ব্রেন্ট ক্রুডের দাম সাত বছরের সর্বোচ্চ পৌঁছে। সে দিন ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৯৪ ডলার। অবশ্য পরে তা কমে প্রায় ৯১ ডলারে নেমেছে। সূত্র: অয়েল প্রাইস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ