রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে নীলবোনা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সোবহান (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। জানা যায়, গত মঙ্গলবার নীলবোনা গ্রামে একটি চায়ের দোকানে একই এলাকার আলম (৩৫) নামে এক ব্যক্তির সাথে মুক্তিযোদ্ধা সোবহানের ভাতিজা বাবু (২২)-এর সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে বাবুর আত্মীয়-স্বজনদের সাথে প্রতিপক্ষ আলম ও তার আত্মীয়দের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় খোরশেদের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয় ও প্রতিপক্ষ আলমের ভাই আসলামের হাত ভাঙে। গত বুধবার বিকেলে এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা মোঃ রাজেস দু’পক্ষের সাথে কথা বলে মীমাংসার উদ্যোগ নিয়ে ব্যর্থ হন। এরপরে আলমের ভগ্নিপতি সাগর (৪৫)-এর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে সাগর ও স্থানীয় আজাদ সাগরের বাড়িতে বীর মুক্তিযোদ্ধা সোবহানকে মীমাংসার কথা বলে ডেকে ঘরের মধ্যে ধারালো অস্ত্র দ্বারা মাথায় ও দু’হাতের কব্জিতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সোবহানকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ঘটনায় ১০ জনকে আসামি করে আব্দুল গাফ্ফার বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।