Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় র‌্যালি ও সমাবেশ

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা
জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা আ’লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার জাতীয় নেতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় চত্বরে জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড: সৈয়দ শামস-উল আলম হিরুর সভাপতিত্বে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, পিয়রুল ইসলাম, শহর আ’লীগ সভাপতি পৌর মেয়র অ্যাড: শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ জেলা ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ উপলক্ষে আ’লীগের উদ্যাগে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা: ইউনুস আলী সরকার এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য কালো ব্যাচ ধারণ করে পতাকা র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় টাউন হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইবান্ধায় র‌্যালি ও সমাবেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ