Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সশরীরে ঢাবির প্রথম বর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত ১ম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে। এ ছাড়া অন্যান্য বর্ষের পূর্ব ঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম বলেন, শিক্ষক-শিক্ষার্থীর মতামতের ওপর নির্ভর করে অন্য বর্ষের ক্লাস পরীক্ষা চলমান রয়েছে। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে তাদের জন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার যদি জাতীয় ছুটির ঘোষণা দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালেয়ও ছুটি বাড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ