নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইএসএসএফ জাকার্তা গ্রাঁ প্রিঁ শুটিংয়ে ব্রোঞ্জপদক জিতেছেন নাফিসা তাবাসসুম। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ৩৭ পয়েন্ট পেয়ে নাফিসাএই পদক জেতেন। এই ইভেন্টে ৪৯ পয়েন্ট পেয়ে রোমানিয়ার লরা জরজেতা স্বর্ণ এবং ৪৫.৫ পয়েন্ট পেয়ে রুপা জেতেন স্বাগতিক ইন্দোনেশিয়ার খায়রুন্নেছা সালসাবিলা। নাফিসা তাবাসসুমের এটাই প্রথম আন্তর্জাতিক পদক জয়। এর আগে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ পদক ও ৫০মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। এছাড়া ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের জাতীয় শুটিংয়ের ৫০মিটার রাইফেলে স্বর্ণ, সিলভার ও ব্রোঞ্জসহ ৫টি পদক জিতেছেন নাফিসা। এই এভেন্টে সেমিফাইনাল থেকে সাজিদা হক এবং বাছাই পর্ব থেকে বাদ পড়েছেন আতকিয়া হাসান দিশা। এদিকে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন রাউন্ড পেরিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন দেশসেরা পিস্তল শুটার শাকিল আহমেদ। তিনি ৫৬৭ পয়েন্ট স্কোর করে শেষ চার নিশ্চিত করেন। এই ইভেন্টে বাছাই পর্ব থেকে বাদ পড়েছেন দুই শুটার আবদুর রাজ্জাক ও পিয়াস হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।