নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের ব্যবস্থাপনায় মুজিববর্ষ জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ান্ডো প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্যরা।
তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ২২টি স্কুল ও কলেজের ৩৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ‘পুমসে’ ইভেন্টে। তিনদিনে ৮টি ক্যাটাগোরিতে মোট ৪০ স্বর্ণপদকের লড়াই হবে। মহামারি করোনাভাইরাসের এই সময়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ান্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতার বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে ট্রফি। এ ছাড়া তাদেরকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।