মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্বৃত্তদের বন্দুক হামলার শিকার হয়েছে লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ দিবেইবাহ’র গাড়ি বহর। তিনি রাজধানী ত্রিপোলির নিজ বাসায় ফেরার পথে বন্দুক হামলার মুখে পড়েন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বাসায় ফেরার সময় প্রধানমন্ত্রীর গাড়ি বহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। বুলেট প্রধানমন্ত্রীর গাড়ির গøাসে বিদ্ধ হয়। প্রধানমন্ত্রী আবদুলহামিদ ও তার চালক অক্ষত আছেন বলে জানা গেছে। গুলি করার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, গুলিটি কালাশনিকভ অস্ত্র থেকে ছোড়া হয়েছিল। এই হামলার ঘটনায় দেশটির প্রধান প্রসিকিউটর তদন্ত শুরু করেছেন। ক্ষমতা নিয়ে চলা দ্ব›েদ্বর মধ্যেই হামলার মুখে পড়েন লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদুলহামিদ দিবেইবাহ। প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছেন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।