Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের ৫০ শতাংশ জনগোষ্ঠী করোনা টিকার আওতায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ইউরোপিয়ান কমিশনের হেল্থ অ্যান্ড ফুড সেফটির প্রধান স্টেলা কিরিয়াকাইডস বলেছেন, ‘বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেককে করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তবে বিশ্বব্যপী এই টিকা কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য নানা মুখী কার্যক্রমের প্রয়োজন।’ বৃহস্পতিবার ফ্রান্সে অনুষ্ঠিত গেøাবাল হেল্থ মিনিস্টিরিয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন। স্টেলা কিরিয়াকাইডস বলেন, ‘আমরা এখন এমন একটি অবস্থানে রয়েছি যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৫০ শতাংশকে করোনাভাইরাসের পূর্ণডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। ইউরোপ এখন পর্যন্ত ১৬৫টি দেশকে ১ দশমিক ৭ বিলিয়ন টিকা প্রদান করেছে। আমি আগেও বলেছি এবং আজকে আবারো বলছি শুধু টিকা পাঠিয়ে বসে থাকলে হবেনা প্রতিটি মানুষকে টিকার আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এই কাজটি করে চলেছি আমরা। তিনি আরো বলেন, ‘সবচেয়ে কম টিকা নিয়েছে আফ্রিকার জনগণ। তাদের টিকা দেওয়ার জন্য আমরা প্যাকেজ তৈরি করছি।’ স্টেলা কিরিয়াকাইডস বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত প্রতিটি দেশের সঙ্গে কাজ করে চলেছে ইউরোপিয়ান কমিশন। এএনআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ